
ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি বেসরকারি টেলিভশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত নয় মাসে পাবলিক প্রোটেস্টগুলোকে আমরা যেভাবে ম্যানেজ করেছি, সেটা দৃষ্টান্তমূলক।
টকশো অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলন, তাদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
‘গত নয় মাসে এরকম ২৫০টির বেশি ঘটনা ঘটেছে’ উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘প্রত্যেকটার ক্ষেত্রেই তো আমরা যতটা মানবিক হওয়ার দরকার আমরা মানবিক হয়েছি। বাংলাদেশে আগে নিয়ম ছিল যে, কিছু হলেই আপনি টিয়ার গ্যাস মারবেন, রাবার বুলেট মারবেন, শর্টগানের প্লেট মারবেন। সে জায়গায় আমাদের পুলিশ অনেক ক্ষেত্রে মানবিকভাবে এগুলো হ্যান্ডেল করেছে।’
প্রেস সচিব জানান, আমরা মনে করি, গত নয় মাসে আমরা পাবলিক প্রটেস্টগুলোকে যেভাবে ম্যানেজ করেছি, এটা এক্সেমপলারি। যারা আন্দোলন করছেন আমরা বলছি যে, আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=KV2jDEnzj_g
রাকিব