
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে ঘোষণা করেছেন, সংগঠনের নতুন "ব্যক্তিগত রিপোর্ট" অ্যাপ এখন থেকে সকলের জন্য উন্মুক্ত।
তিনি আলহামদুলিল্লাহ্ বলে জানান যে, এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে সহজে তাদের ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করতে পারবেন তাদের পিসি অথবা অ্যান্ড্রয়েড ফোনে।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, "এই অ্যাপটি ব্যবহার করে জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীরা তাদের রিপোর্ট সহজে দেখতে এবং সংরক্ষণ করতে পারবে। আমি আশা করি, সবাই এই অ্যাপের সুফল গ্রহণ করবে এবং এটি সবার জন্য উপকারি হবে।"
অ্যাপের ওয়েব ভার্সন ও অ্যান্ড্রয়েড অ্যাপের লিংক কমেন্ট সেকশনে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সরাসরি অ্যাপটি ডাউনলোড করা সম্ভব।
অ্যাপের লিংক:
ওয়েব ভার্সন: https://amardailyreport.com/
অ্যান্ড্রয়েডঅ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.innovation21.personalReportApp
এছাড়া, তিনি সবাইকে এই বার্তাটি তাদের জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করার জন্য আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1BMa4Nyhce/
মারিয়া