
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। আজ পাওয়া যাবে ২৯ মে’র টিকিট। এছাড়া বাসের নিজস্ব কাউন্টার ও অনলাইনে টিকিট কিনতে পারবেন ঈদে ঘরমুখো যাত্রীরা।
বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, বিআরটিএ নির্ধারিত ভাড়া নেওয়ার জন্য পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে এসি বাসের ভাড়ার দিকে—অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, ৭ জুনকে ঈদের দিন ধরে ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও ঈদের আগের সাত দিনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
এছাড়া ঈদযাত্রায় যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগে ও পরে মোট নয় দিন চলাচল করবে এসব ট্রেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=QR4pIyiEcy0
এএইচএ