ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মানুষ মনে করছে সরকার খুব দুর্বল: সাইফুল হক

প্রকাশিত: ১১:২১, ১৬ মে ২০২৫

মানুষ মনে করছে সরকার খুব দুর্বল: সাইফুল হক

ছবি: সংগৃহীত।

ঢাকা শহরে প্রতিদিন বাড়তে থাকা আন্দোলন, অবরোধ ও জনভোগান্তিকে রাজনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এক টকশোতে তিনি বলেন, “মানুষ মনে করছে সরকারটা খুবই দুর্বল। ঢাকা এখন কার্যত অচল শহরে পরিণত হয়েছে। এই সংকট সমাধান জরুরি ভিত্তিতে করতে হবে।”

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের শুরুর ছয় মাসেই শুধু রাজধানীতে ১৩৬টি আন্দোলনের ঘটনা ঘটেছে। এমনও দিন গেছে যেদিন একদিনেই ১৭টি স্থানে অবরোধ হয়েছে।” এই অবস্থার পেছনে সরকারের ভুল সিদ্ধান্তকেই দায়ী করে তিনি বলেন, “ছাত্রদের পরীক্ষায় অটোপাস দেওয়ার দাবিতে দু-তিনশ ছাত্র সচিবালয়ে ঢুকে পড়ে, আর তারাই ১১-১২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। এতে প্রমাণ হয়, হুমকি দিলেই দাবি আদায় সম্ভব — যৌক্তিক হোক বা অযৌক্তিক।”

সাইফুল হক বলেন, “গত ১৬-১৭ বছর মানুষ কার্যত অবরুদ্ধ ছিল। এখন অন্তর্বর্তী সরকার আসার পর জনগণ তাদের দীর্ঘদিনের ক্ষোভ, দাবিদাওয়া প্রকাশের সুযোগ পেয়েছে — এটা স্বাভাবিক।” তিনি দাবি করেন, অধিকাংশ দাবিই যৌক্তিক এবং সরকার এরইমধ্যে কিছু দাবি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

তবে সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “সরকার নিজেই এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে, যেখানে আন্দোলন করলেই দাবি আদায় সম্ভব বলে মনে করছে মানুষ। এটা সরকারকে আরও দুর্বল করে তুলেছে।”

তিনি অভিযোগ করেন, “একই আন্দোলনে একদিকে ছায়া ও ঠাণ্ডা পানি দেওয়া হচ্ছে, আর অন্যদিকে ছাত্র-শিক্ষকদের উপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এতে জনগণের মধ্যে একদেশে দুই বিচার প্রতিষ্ঠিত হচ্ছে।”

শেষে সাইফুল হক বলেন, “এই মনস্তাত্ত্বিক সংকট, রাজনৈতিক দুর্বলতা এবং জনদুর্ভোগের সমাধান না হলে রাজধানী ঢাকা আরও বেশি অচল হয়ে পড়বে, যা গোটা দেশের জন্যই ক্ষতিকর হয়ে উঠবে।”

নুসরাত

×