ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ধনবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ

হাফিজুর রহমান, নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১২:৩৩, ১৬ মে ২০২৫

ধনবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ

ছবি : জনকণ্ঠ

আধুনিক প্রযুক্তি বিস্তার ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজস্বসহ সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা কৃষি অফিস কর্তৃক চাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ৪৪ জন চাষির মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, এনামুল করিম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

৪৪ জন চাষির মাঝে ৫০ কেজি জৈব সার, একটি ঝাঝরি, একটি নেট, পাঁচটি ফলজ গাছের চারা ও বিশ জাতের সবজি বীজ বিতরণ করা হয়।

সা/ই

×