
ছবি: জনকন্ঠ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী 'জলসিঁড়ি পাঠাগার' এর উদ্যোগে তিন কবি ও কথাসাহিত্যিককে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে পাঠাগারটির বার্ষিক অধ্যয়ন সভায় তাদের হাতে সম্মাননার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণীরা হলেন: কবিতায় তানভীর জাহান চৌধুরী ও লোকান্ত শাওন এবং কথাসাহিত্যে মোজাফফর হোসন।
জলসিঁড়ি পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক সরকার এবং কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন: অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, অধ্যাপক হারাধন সাহা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সংস্কৃতিজন শফিউল আলম স্বপন ও শিক্ষিকা বাসন্তী সাহা প্রমুখ।
এ সময় স্থানীয় কবি, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকসহ পাঠাগারের পাঠকরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জলসিঁড়ি পাঠাগারের নবনির্মিত 'নজরুল অধ্যয়নকেন্দ্র' উদ্বোধন করেন।
মুমু