
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেছেন, ‘মৈত্রী যাত্রা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি শাহবাগের কসাই লাকি আক্তারে।’ শুক্রবার (১৬ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে শুক্রবার (১৬ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি। ৫০টির বেশি সংগঠন এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে।
কর্মসূচিতে শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তার অংশগ্রহণ করবেন দাবিতে কিছু ফটোকার্ড তিনি নিজ ফেসবুক প্রোফাইলে একাধিকবার শেয়ার করেছেন বলে জানা যায়।
এ প্রসঙ্গে শরিফ ওসমান হাদী বলেন, ‘ছাত্র ইউনিয়নের একজন আমাদেরকে বলেছেন, লাকি আক্তার তাদের এই আয়োজনে নাই। আমরা বললাম, সে তো তার প্রোফাইলে এ প্রোগ্রাম শেয়ার করেছে। তাহলে আপনারা বিবৃতি দিয়ে জানান যে, সে আপনাদের সাথে নাই। কিন্তু সেটা তারা করলেন না।’
‘আবারও বলছি, মৈত্রী যাত্রা নিয়ে আমাদের কোনো বিরোধ নাই’ উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘কিন্তু কোনো তদন্ত বা বিচার হওয়ার আগ পর্যন্ত শাহবাগের কসাইদেরকে রাজপথে নামার সুযোগ দিয়ে দেশে শাহবাগীতাকে নরমালাইজ করার প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা আমাদের দায়িত্ব।’
সূত্র: https://www.facebook.com/share/p/1DXYEiBBAR/
রাকিব