ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিমান হামলার পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথিরা

প্রকাশিত: ০৭:৫২, ১৬ মে ২০২৫

বিমান হামলার পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথিরা

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলার পরও ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে আল জাজিরা। বর্তমানে সংবাদমাধ্যমটি ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে নিষিদ্ধ হওয়ায় জর্ডান থেকে এসব তথ্য সংগ্রহ করছে।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি হুথি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মধ্য ইসরায়েল ও তেল আবিবে, বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয়।

দুই সপ্তাহ আগেই এক হুথি ক্ষেপণাস্ত্র তেল আবিবের উপকণ্ঠে বেঞ্জ গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হানে, যার ফলে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের সঙ্গে ফ্লাইট বাতিল করে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত মার্চে তারা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলার পর থেকে হুথিরা অন্তত ৩৪টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল অভিমুখে নিক্ষেপ করেছে, যেগুলোর কিছু আকাশেই প্রতিহত করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, তারা এখন ভিন্ন মাত্রায় হুথিদের মোকাবিলা করবে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও হুথিরা তাদের হামলা বন্ধ করেনি।

হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় যুদ্ধ চলতে থাকলে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকবে।

এসএফ 

×