ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বাকেরগঞ্জ কুদের হাট সড়কে জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

নিজস্ব সংবাদদাতা,বাকেরগঞ্জ, বরিশাল।

প্রকাশিত: ১১:৫১, ১৬ মে ২০২৫

বাকেরগঞ্জ কুদের হাট সড়কে জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কুদের হাট সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইট সোলিং সড়কটির ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে কাদা মাটির সড়কে।

উপজেলা শহর থেকে বয়ে যাওয়া মুক্তিযোদ্ধা শহীদ খান সড়কের গারুড়িয়া থেকে কুদের হাট সড়কটি কলসকাঠী বাজারের সঙ্গে যুক্ত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন গারুড়িয়া ও কলসকাঠী দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। সড়কটি দিয়ে দুই ইউনিয়নের মানুষ কলসকাঠী সাপ্তাহিক হাটে যাওয়া-আসা করে। এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল, গবাদিপশু, হাঁস-মুরগি বাজারজাতকরণে পরিবহনে যাতায়াত করা বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৫ কিলোমিটার ইট সোলিং রাস্তাটি ইট উঠে গিয়ে বড় বড় গর্ত, খানা-খন্দে ভরপুর হয়ে গেছে। রাস্তায় এখন আর ইট নেই। বর্তমানে রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে গারুড়িয়া, ঢাপরকাঠী, মেউড়, দিয়াতলি, ভান্ডারিকাঠীসহ ৬-৭টি গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত কাদাপানিতে ডুবে থাকে। এ কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি। যার কারণে যুগের পর যুগ পার হলেও গ্রামীণ এই রাস্তাটি সংস্কার করার কোনো উদ্যোগ নেই। অবহেলিত এই রাস্তাটি দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথেই অনেক সময় মারা যায়। গ্রামীণ এই রাস্তার বেহাল দশার দীর্ঘ সময় পার হলেও তা সংস্কার করার কোনো খবর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দ্রুত এই রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ বলেন, সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফরোজা

×