ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বুড়িচংয়ে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি |

প্রকাশিত: ১২:২৫, ১৬ মে ২০২৫

বুড়িচংয়ে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা (উত্তর) শাখার আয়োজনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় বুড়িচং উপজেলার ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা-৫ আসনের পরিচালক অধ্যাপক আলমগীর সরকার। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা (উত্তর) জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক আবদুল মতিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা-৫ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. অ্যাডভোকেট মোবারক হোসাইন, বুড়িচং উপজেলা আমির অধ্যাপক অহিদুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা আমির মাওলানা রেজাউল করিম, সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল (সঞ্চালক) সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নুসরাত

×