
ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্টকে বার্তা দিলেন ইরানের আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামী। প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহ হিয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমালোচনা করেন। মেজর জেনারেল সালামী বলেন, “ওয়াশিংটন এমন কোনো পর্যায়ে পৌঁছায়নি যে তাদের জবাব দিতে হবে তেহরানের।” তিনি আরও দাবি করেন, “ইরান একটি স্বয়ংসম্পূর্ণ দেশ, যারা নিজেদের সব চাহিদা পূরণ করতে সক্ষম।”
অনুষ্ঠানে প্রতিরক্ষা খাতে নতুন সফলতার দাবি করেন মেজর জেনারেল হোসেন সালামী, তবে সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।
এছাড়া, তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প, যদি কখনো আপনি ইরান সফরের সুযোগ পান, তাহলে আপনি এ দেশের সংস্কৃতি, শিল্প ও উন্নতি উপলব্ধি করতে পারবেন। আপনি এতটাই অবাক হবেন যে সৌদি আরবে থাকার সময় যা বলেছেন, সব ভুলে যাবেন।”
তিনি আরও বলেন, “আমেরিকানরা এমন কোনো অবস্থানে নেই যে তাদের জবাব দিতে হবে আমাদের।”
মারিয়া