ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে শূন্য শুল্ক বাণিজ্য চুক্তি চায় পাকিস্তান

প্রকাশিত: ১২:১০, ১৬ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে শূন্য শুল্ক বাণিজ্য চুক্তি চায় পাকিস্তান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে পাকিস্তান শূন্য শুল্ক সুবিধায় একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদভিত্তিক নির্ভরযোগ্য সূত্র, খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সূত্র জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেন। এরপরই পাকিস্তান এই প্রস্তাব দেয়, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কিছু পণ্যে শূন্য শুল্কের কথা বলা হয়েছে। এতে কৃষি, শিল্প, প্রযুক্তি, জ্বালানি ও বস্ত্রসহ বিভিন্ন খাতে বাণিজ্য সম্প্রসারণের আশা করছে পাকিস্তান।

এই প্রস্তাব এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধাবস্থা থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি করিয়ে দেন। যুদ্ধের উত্তেজনা কমিয়ে আনায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, “আমার প্রশাসন সফলভাবে ভারত-পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করেছে, যা লক্ষ লক্ষ মানুষের প্রাণ রক্ষা করতে সহায়তা করেছে।”

তিনি আরও বলেন, “আমি বলেছি, এসো বন্ধু, আমরা কেন পরমাণু ক্ষেপণাস্ত্র বিনিময় করব? তার চেয়ে বরং আমাদের উৎপাদিত সুন্দর পণ্যগুলো বাণিজ্যের মাধ্যমে আদান-প্রদান করি।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পাহালগাম এলাকায় একটি ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে এবং ২২ এপ্রিল পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান - অত্যাধুনিক রাফাল ভূপাতিত করে। পরে পাকিস্তান “অপারেশন বুনিয়ান উন মারসুস” নামে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালায়, যেখানে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে ১০ মে একটি পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই চুক্তি দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনার অবসান ঘটায়।

যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও পাকিস্তান—উভয়ের নেতৃত্বের প্রশংসা করেন এবং জানান, তিনি এই দুই দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী।

 

সূত্র - Pakistan proposes zero-tariff bilateral trade agreement to US

সা/ই

×