ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বোমা আতঙ্কে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডে ফ্লাইটে বিলম্ব ও বাতিল, ঘটনার পেছনে কারা?

প্রকাশিত: ১২:২৬, ১৬ মে ২০২৫; আপডেট: ১২:২৬, ১৬ মে ২০২৫

বোমা আতঙ্কে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডে ফ্লাইটে বিলম্ব ও বাতিল, ঘটনার পেছনে কারা?

ছ‌বি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ (DFW) বিমানবন্দর থেকে নিউইয়র্কের লাগুয়ার্ডিয়া (LGA) অভিমুখে উড্ডয়নের প্রস্তুতিতে থাকা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ২৪৮৪-তে বোমা সংক্রান্ত কথোপকথনের অভিযোগে বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি হয়।

বুধবার দুপুরে বিমানটি টারমাকেই আইসোলেট করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশিক্ষিত কুকুর দল বিমানটি তল্লাশি করে। ১৮০ যাত্রীকে নামিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পরে কোনো হুমকির সত্যতা না পাওয়ায় বিমানটিকে ছেড়ে দেওয়া হয়। প্রায় চার ঘণ্টা দেরিতে ফ্লাইটটি নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। ওই সময় ডালাস বিমানবন্দরে আংশিক গ্রাউন্ড স্টপ জারি থাকায় অন্যান্য ফ্লাইটও বিলম্বিত হয়।

এদিকে, একই দিনে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে ফোনে বোমা হুমকির ঘটনায় এয়ার নিউজিল্যান্ডের ডানেডিনগামী ফ্লাইট এনজেড৬৭৭ বাতিল করা হয়। হুমকির পর এয়ারবাস A320 মডেলের বিমানটি গেটে ফেরানো হয় এবং যাত্রীদের ধাপে ধাপে নামিয়ে তল্লাশি চালানো হয়। কোনো বিস্ফোরক না পাওয়া গেলেও বিমানবন্দরের কার্যক্রম বেশ কয়েক ঘণ্টা বিঘ্নিত হয়।

উভয় ঘটনাই আধুনিক বিমান নিরাপত্তার প্রেক্ষাপটে কর্তৃপক্ষের সতর্কতা ও যাত্রী নিরাপত্তার অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরেছে।

 

সূত্র: https://aviationa2z.com/index.php/2025/05/16/american-airlines-flight-at-dallas-delayed-over-security-threat/

এএইচএ

×