ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কাবিননামা লেখা নিয়ে ঝামেলা হলে করণীয় কী?

প্রকাশিত: ১১:৩৭, ১৬ মে ২০২৫; আপডেট: ১১:৩৮, ১৬ মে ২০২৫

কাবিননামা লেখা নিয়ে ঝামেলা হলে করণীয় কী?

ছ‌বি: সংগৃহীত

বিয়ের দিন কাবিননামা লেখা নিয়ে অনেক সময় দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। কখনো কখনো তা এমন পর্যায়ে পৌঁছায় যে বিয়ে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিও দেখা দেয়। এমন পরিস্থিতিতে করণীয় কী—সে বিষয়ে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা।

তিনি বলেন, “বিয়ের দিন কাবিন নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগেভাগে কিছু বিষয় বিবেচনায় নেওয়া জরুরি।”

আইনজীবী লিমা জানান, কাবিন নির্ধারণের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। যেমন—কনে কতটা শিক্ষিত, তার সামাজিক অবস্থান, গুণাবলি ও পারিবারিক মূল্যায়ন। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—বরের আর্থিক সামর্থ্য। সে কী ধরনের পেশায় যুক্ত, আয়ের পরিমাণ কত, এবং কতটুকু কাবিন দিতে সক্ষম—এসব বিবেচনায় নিয়েই কাবিনের পরিমাণ ঠিক করা উচিত।

তিনি আরও বলেন, “বিয়ের তারিখ নির্ধারিত হওয়ার পরপরই, যদি সম্ভব হয় তাহলে দু-তিন দিন আগে দুই পক্ষের অভিভাবকরা একসাথে বসে ঠান্ডা মাথায় আলোচনা করে কাবিন নির্ধারণ করে নিলে, বিয়ের দিনে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব।”

সুপ্রিম কোর্টের এই আইনজীবী পরামর্শ দেন, সামাজিক প্রথা এবং আইনি দিক বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কাবিননামা সংক্রান্ত যেকোনো জটিলতা দূর করা সম্ভব।
 

সূত্র: https://www.youtube.com/shorts/2vpscXMsS0o

এএইচএ

×