ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

হঠাৎ সিলেটে সবজির দাম পড়ে যাওয়ার কারণ কী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ১৬ মে ২০২৫

হঠাৎ সিলেটে সবজির দাম পড়ে যাওয়ার কারণ কী?

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সিলেট জেলায় সবজির দাম অনেকটা কমেছে। 

আজ শুক্রবার (১৬ মে) সকালে ক্রেতা, বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে উভয়ই স্বস্তির নিশ্বাস ফেলছেন। দাম কম থাকায় বিক্রেতারা সবজি বেশি বিক্রি করতে পারছেন। আবার ক্রেতারা দাম কমায় বেশি কিনতে পারছেন। এভাবে যদি সবজির দাম কমতে থাকে তাহলে তারা বাজার করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। 

গত সপ্তাহ থেকে আজকের বাজারে দাম অনেকটাই কম। বাকী রয়েছে শুধু মুরগির এবং গরুর মাংসের বাজার। ব্রয়লারের দাম এখন ১৬৫ টাকা। যেটা ১৫০ টাকায় বিক্রি হতো। লেয়ার ৬৩০ টাকা। মুরগিতে বেড়েছে প্রতি কেজিতে ২০-৩০ টাকা। কিন্তু সবজিতে দাম অনেক কমেছে। যেমন, করল্লার দাম গতকাল ছিলো ৫০ টাকা। তা আজকে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বাজারে অনেক আমদানি হয়েছে। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে লোকাল যেই বাজার আছে সেগুলোতে বাইরে থেকে সবজি এসেছে। যার কারণে বাজার দর অনেকটাই কম। বেগুন গত সপ্তাহে বিক্রি হচ্ছিলো ৪০-৪৫ টাকায়। যা আজক বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। কাঁচা মরিচ ৬০ টাকা থেকে কমে হয়েছে ৩০ টাকা। করল্লা ৫০ টাকা ছিলো। আজকে হয়েছে ৩০ টাকা। পটল হয়েছে ৩০ টাকা কেজি।

মুমু

×