ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উচিত ছিলো হাসনাতকে নিয়ে আসা: ড. জাহেদ

প্রকাশিত: ০৭:৩০, ১৬ মে ২০২৫; আপডেট: ০৭:৩২, ১৬ মে ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উচিত ছিলো হাসনাতকে নিয়ে আসা: ড. জাহেদ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উচিত ছিলো হাসনাত আব্দুল্লাহকে কনভিন্স করে তাদের সাথে নিয়ে আসা। তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লংমার্চ এবং তাতে পুলিশের বাধা প্রদান প্রসঙ্গে গতকাল (১৫ মে) একটি গণমাধ্যমের টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত বুধবার (১৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে জবি শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লংমার্চ নিয়ে কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তখন লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।

কিছুদিন আগে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিল ছাত্র-জনতা। ‘সেখানে তো আমরা পুলিশের এরকম আচরণ দেখিনি’ উল্লেখ করে টকশো উপস্থাপিকা ড. জাহেদকে প্রশ্ন করেন, ‘জবি শিক্ষার্থীদের আন্দোলনকে প্রতিহত করার এই পন্থাটা জরুরি ছিল কিনা?’

জবাবে ড. জাহেদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উচিত ছিলো হাসনাত আব্দুল্লাহকে কনভিন্স তাদের সাথে নিয়ে আসা। হাসনাতের জন্য পুলিশের সবচেয়ে সেনসিটিভ ব্যারিকেড ছিল সেটি। ভাঙতে হয়নি, ওনাকে ছেড়ে দেয়া হয়েছে, অনেক মানুষ গিয়ে ওখানে জড়ো হতে পেরেছেন। রাষ্ট্র চলবে নিয়ম দিয়ে, আইন দিয়ে। শুধু ওই ব্যারিকেড ভাঙ্গা না, সেদিন ওই অঞ্চলে কোনো সমাবেশ করাই নিষিদ্ধ ছিল। কিন্তু সেটা হলো না। তারা ঠিকঠাক মত আসতে পারলেন শাহবাগে বসতে পারলেন।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=_zc0mf6K7oE

রাকিব

×