
ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের টকশো অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টকে উদ্ধৃত করে টকশো উপস্থাপিকা শফিকুল আলমকে প্রশ্ন করেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন?’
জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘না, গড়িমসি তো নাই। তারা দাবি পেশ করেছেন, সেগুলো নিয়ে তো বসা হচ্ছে। কথা হচ্ছে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম তাদের সাথে কথাও বলেছেন। উনারা যে তিনটা দাবি করেছেন পুরোটার সাথেই তো টাকা পয়সার বিষয়গুলো আছে।’
এছাড়া, ‘শিক্ষার্থীকে তার আবাসন ভাতার বিষয়গুলো নিয়ে সত্যিকার অর্থে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং এরও বিষয় আছে। তো এজন্য আমরা যে এইগুলো নিয়ে বসে আছি তা তো না। সবগুলো নিয়েই তো কথা হয়।’
‘পুরো জিনিসগুলোর সাথে সরকার বাজেটারি ইনভলভমেন্টটা জড়িত’ বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘হঠাৎ করে একদিনে আপনি বললেন, আমি আপনাকে এপ্রুভ করে দিলাম, সেটা তো হয় না। টাকার সংস্থানটা কীভাবে হবে, এটা নিয়ে বসতে হয়।’
শফিকুল আলম বলেন, ‘এই পুরো জিনিসগুলো নিয়ে সত্যিকার অর্থে গভমেন্ট তো বসে নাই। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সফরে ছিলেন, ঢাকায় ফিরে আবার ক্যাবিনেট মিটিংয়েও ছিলেন। তো আমি বলতে পারি যে এইটার সময় তো আছে, অস্থিরতার তো কিছু নাই।’
সূত্র: https://youtu.be/o6Ltk0tJj58?si=Cr3ioLmQIU4F7oVK
রাকিব