
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেছেন, পুরো বাংলাদেশের প্রতি তাদের যে প্রতিশ্রুতি, গোপালগঞ্জের প্রতিও তাদের একই প্রতিশ্রুতি রয়েছে। তিনি গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি যেকোনো রাজনৈতিক বৈষম্যের বিরোধিতা করেন বলে জানান।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, তারা যুদ্ধের আহ্বান নিয়ে গোপালগঞ্জে যাননি, বরং তাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তিনি অভিযোগ করেন, 'মুজিববাদী সন্ত্রাসীরা' পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার মতোই। তার মতে, আওয়ামী লীগ সবসময় একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরেও ৫ই অগাস্টের পরে অনেকে 'রিফাইন্ড আওয়ামী লীগ' আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আর, এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন।
সাব্বির