
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, আলেম ও শিক্ষক আশরাফ মাহদী আযহারী বলেন, ‘খুনি হাসিনার শাপলা গণহত্যা পরিকল্পনার বাস্তবায়নকারী হিসেবে ভূমিকা রেখেছিল গণজাগরণ মঞ্চের সদস্যরা। হেফাজতের বিরুদ্ধে চালানো হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে তারা।’
বৃহস্পতিবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ক্র্যাকডাউনের পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পনার বৈঠকে শাহবাগের নেতারা উপস্থিত ছিল। তৎকালীন আইজিপি শহীদুল হকের লেখা একটি বইতে এই সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে।
এনসিপি নেতা আশরাফ মাহদী জানান, ৫ মে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে ১২ই মার্চ এ তথ্যগুলো জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রাকিব