ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

প্রকাশিত: ০৪:৪১, ১৬ মে ২০২৫; আপডেট: ০৪:৪৪, ১৬ মে ২০২৫

এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে দুই ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা নিশ্চিত করলো বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে ২-০ গোলে জিতে ২৮তম লিগ শিরোপা ঘরে তুলেছে হ্যান্সি ফ্লিকের দল।

এই জয়ে ৩৬ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ৮৫, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট বেশি। শেষ দুই ম্যাচে হারলেও বার্সার চ্যাম্পিয়ন হওয়া ঠেকাতে পারবে না মাদ্রিদ ক্লাব।

ম্যাচের প্রথমার্ধে দুদলই রক্ষণাত্মক কৌশলে খেললেও দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি আনে বার্সেলোনা। ৫৩তম মিনিটে ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালের বাঁ দিক থেকে বাঁকানো শটে এগিয়ে যায় কাতালানরা। এটি ছিল ইয়ামালের চলতি লিগ মৌসুমের অষ্টম গোল।

স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে ইয়ামালের ১২তম অ্যাসিস্টে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফারমিন লোপেজ। এর আগে ৭৯তম মিনিটে ইয়ামালকে ফাউল করায় ভিএআরের সহায়তায় লাল কার্ড দেখেন এস্পানিওলের ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা।

এ জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের স্বাদ পেল বার্সা। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর এই মাসের শুরুতে কোপা দেল রে'তেও শিরোপা জিতেছে ফ্লিকের দল।

এই শতাব্দীতে বার্সার এটি ১২তম লিগ শিরোপা, যা স্পেনে সর্বোচ্চ। তালিকায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, যাদের ট্রফি ৯টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বার্সার চেয়ে বেশি লিগ শিরোপা জিতেছে কেবল বায়ার্ন মিউনিখ (১৮)।

শিরোপা জয়ের পর শুক্রবার সন্ধ্যায় বার্সেলোনা শহরে বিজয় মিছিল করার ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ১৯ মে ভিয়ারিয়ালের বিপক্ষে মৌসুমের শেষ হোম ম্যাচে ট্রফি প্রদান অনুষ্ঠান হবে এস্তাদি লুইস কম্পানিস স্টেডিয়ামে। তারপর ২৫ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা।
 

এসএফ 

×