ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভুটানে ঋতুপর্ণা-সাবিনাদের ২৮-০ গোলে জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৫, ১৬ মে ২০২৫

ভুটানে ঋতুপর্ণা-সাবিনাদের ২৮-০ গোলে জয়

বৃহস্পতিবার পারো এফসির জার্সিতে অপ্রতিরোধ্য ছিলেন ঋতুপর্ণা চাকমা

ভুটানে দেশটির নারী ন্যাশনাল লিগে বাংলাদেশের ফুটবলাররা গোল উৎসবে মাঠ মাতিয়ে চলেছেন। তিন ক্লাবে বাংলাদেশের ১০ ফুটবলার খেলছেন। এর মধ্যে পারো এফসির হয়েই খেলছেন চারজন। বৃহস্পতিবার বিকেলে দলটির হয়ে খেলছেন ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, সাবিনা খাতুন ও মনিকা চাকমা। চারজনই হ্যাটট্রিকসহ করেছেন গোলের পর গোল।

আর তাতেই স্যামতসে উইমেন্স ক্লাবকে ২৮-০ গোলে উড়িয়ে দিয়েছে এফসি পারো। ২৮ গোলের মধ্যে সর্বাধিক ৯ গোল করেছেন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেছেন ৭ গোল। ৫ গোল করেন মাতসুশিমা সুমাইয়া ও চারটি করেন ঋতুপর্ণা চাকমা। শুরু থেকেই পারো ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। পারো বলার চেয়ে সাবিনা, মনিকা, ঋতুপর্ণা, সুমাইয়া বলাই ভালো। তাদের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষর রক্ষণ। প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিতে শুরু করার পর শেষ পর্যন্ত ২৮ গোল দিয়ে থামেন সাবিনা-ঋতুরা।

×