ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আইপিএল ২০২৫

আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় ক্ষুব্ধ উগ্র ভারতীয় সমর্থকরা, দিল্লি ক্যাপিটালসকে বয়কটের হুমকি

প্রকাশিত: ২২:০৭, ১৫ মে ২০২৫; আপডেট: ২২:১১, ১৫ মে ২০২৫

আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় ক্ষুব্ধ উগ্র ভারতীয় সমর্থকরা, দিল্লি ক্যাপিটালসকে বয়কটের হুমকি

ছবিঃ সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ভারতের উগ্রপন্থী সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা ব্যাপকভাবে দিল্লি ক্যাপিটালসের সমালোচনা করছেন এবং প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজিটিকে বয়কটের হুমকিও দিচ্ছেন।

সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যকার টানাপোড়েনের প্রতিফলন এবার দেখা যাচ্ছে আইপিএলেও। দিল্লি দলে মোস্তাফিজের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে অনেক ভারতীয় সমর্থক প্রশ্ন তুলেছেন—বাংলাদেশি ক্রিকেটারকে কেন নেওয়া হলো এমন একটি সময়ে, যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ উত্তপ্ত।

তবে এসব বিতর্কের মাঝেও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যস্ত নিজেদের দল গোছাতে। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার আইপিএলের মাঝপথে ফিরে যাওয়ায় বেশ চাপের মুখে পড়েছে দলগুলো। সেই শূন্যস্থান পূরণে বাড়ছে নতুন ও অপেক্ষাকৃত অপরিচিত ক্রিকেটারদের চাহিদা।

গুজরাট টাইটান্স হারিয়েছে জস বাটলারকে, তাঁর পরিবর্তে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের দিকে নজর দিচ্ছে তারা। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু চাইছে জশ হ্যাজলউডের বিকল্প হিসেবে কিউই পেসার উইলিয়াম ও রুরকে। শ্রীলঙ্কার তরুণ পেসার দিলশান মাদুশঙ্কাও রয়েছে আলোচনায়।

এছাড়াও ভারতীয় ব্যাটার পৃথিবী শো এবং কেরালার সালমান নিজার—যাঁরা এবার ড্রাফটে দল পাননি—তাঁদের দিকেও নজর রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজির। প্রোটিয়া পেসার ওটেনিয়েল বার্টম্যান, ইংলিশ বোলার রিচার্ড ব্লেস এবং অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথ শর্টও রয়েছে সম্ভাব্য বিকল্পের তালিকায়।

যদিও মাঝপথে আইপিএলে যোগ দেওয়া এসব বিদেশি ক্রিকেটারদের আগামী মৌসুমে রিটেইন করা যাবে না—এ নিয়মের কারণে অনেক ফ্র্যাঞ্চাইজি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিধায় রয়েছে।

তবে যত সমালোচনাই হোক না কেন, আইপিএলে মোস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালস কিংবা বিসিসিআই’র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্রঃ https://youtu.be/85ABk5ocI2A?si=YbcU8-p8vBw5EvEw

ইমরান

×