ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

জয়ের লক্ষ্য নিয়ে আমিরাতে টাইগাররা

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২২:৫২, ১৪ মে ২০২৫

জয়ের লক্ষ্য নিয়ে আমিরাতে টাইগাররা

.

তিন ম্যাচ খেলে শতভাগ জয়, আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম আর আমিরাত পনের নম্বরে। শক্তি-সামর্থ্য বাস্তবতা-ঐতিহ্য যে কোন বিচারে ঢের এগিয়ে টাইগাররা। এমন প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তা করার কথা নয়। বাংলাদেশ সেটা করছেও না। সংযুক্ত আরব আমিাতের উদ্দেশে বুধবার দুই ধাপে দেশ ছেড়েছে লিটন দাসের দল। কোচিং স্টাফের বিশাল বহরসহ সকাল দশটায় বিমান ধরেছেন সতেরো জন। অধিনায়কসহ বাকিরা গেছেন সন্ধ্যার পর। আনুষ্ঠানিক প্রেসমিট ছিল না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতে ঢুকতে উপস্থিত সংবাদ মাধ্যমকে পেসার হাসান মাহমুদ জানিয়েছেন, আমিরাত এবং পাকিস্তান- দুই সফরে লক্ষ্য একটাই ‘জয়।’ দুদিন আগেই মিরপুরে এক সপ্তাহের প্রস্তুতি শেষে সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক লিটন দাস বলেছিলেন ভবিষ্যতের ভাবনায় দৌড়টা এখনই শুরু করতে চান তিনি। শারজায় আগামী শনি ও সোমবার আমিরাতের সঙ্গে দুই টি২০। এরপর ‘আলোচিত’ পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ।
পূর্বের সূচিতে ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থায় অনিশ্চিত হয়ে পড়ে সেটি। পরমাণুশক্তিধর দুই প্রতিবেশী যুদ্ধ বিরতি ঘোষণা করলেও ততদিনে থমকে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নতুন সূচিতে টুর্নামেন্টের (পিএসএল) বাকি অংশ মাঠে গড়াবে শনিবার। ফাইনাল ২৫ মে। ফলে দুই দিন পিছিয়ে ২৭ মে শুরু হবে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ। দেশটির গণমাধ্যম এমন খবর দিয়েছে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে নতুন সূচি তৈরিতে তাদের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সফরের চূড়ান্ত সিগন্যালটা আসবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। দুটো সিরিজ হচ্ছে ধরে নিয়েই গত এক সপ্তাহ হোম অব ক্রিকেট মিরপুরে ঘাম ঝড়িয়েছে টাইগাররা। যেখানে ফ্লাড লাইটের আলোয় শেষ তিনদিন ছিল দলীয় অনুশীলন।

অনেকটা ম্যাচ সিনারওর মতো। বোর্ড সূত্রে আরও জানা গেছে, যদি ২৭ মে পাকিস্তানে সিরিজ শুরু হয় তবে আমিরাতের সঙ্গে সিরিজ খেলে ২৪ তারিখ পর্যন্ত সেখানেই অনুশীলন করবে বাংলাদেশ। বুধবার সকাল দশটায় বড় বহর নিয়ে আমিরাতের বিমান ধরে টাইগারা। রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারীসহ মোট দশ ক্রিকেটার।
ছিলেন প্রধান কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফের সাত সদস্য। বাকি সদস্যদের নিয়ে সন্ধ্যার পর রওয়ানা হন। যেখানে অধিনায়ক লিটন দাস, সিনিয়র খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান এবং সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। শারজায় দুদিনের অনুশীলন শেষে শনিবার আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু করলেও বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (এমিরেটস ক্রিকেট)। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত ২০২৪-এর জুন-জুলাইয়ে টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত সফরে টেস্ট খেললেও টি২০ থেকে অবসর ঘোষণা করেন তিনি। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এবারই প্রথম টি২০ সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। ৩-০ তে জয় পাওয়া ওই সিরিজে যারা দলের ছিলেন, তাদের মধ্যে এবার নেই আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মন্ডল। তাদের জায়গা নিয়েছেন নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। চোটের কারণে জায়গা হয়নি তাসকিনের। এই সিরিজ থেকেই মূলত আগামী ২০২৬ টি২০ বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুত হতে শুরু করবে বাংলাদেশ। স্থায়ী অধিনায়ক হওয়ার পর অধিনায়ক লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট এটি। সহ-অধিনায়ক অলরাউন্ডার শেখ মেহেদী।
পাকিস্তান সফর ছিল পূর্ব নির্ধারিত। পরে ওই সফরের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি২০ সিরিজ যুক্ত হয়। পরিসংখ্যানে-সামর্থ্যে পিছিয়ে বলেই লিটনদের জন্য ভয়টা বেশি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সিরিজটার কথা স্মরণ করা যায়। বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে পা-রেখে ২-১এ হেরে গিয়েছিল সাকিব আল হাসানের দল। সুতরাং শারজার প্রচন্ড গরমে (৪০ ডিগ্রি) সিরিজটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। মানিয়ে নিয়ে সেরাটা দিতে পারলে লাভবান হবে টিম বাংলাদেশ। কারণ পাকিস্তানেও প্রায় একই রকম আবহাওয়ায় খেলতে হবে তাদের। উইকেটে হয়ত কিছুটা পার্থক্য থাকবে। শারজায় স্পোর্টিং আর পাকিস্তানে ব্যাটিংসহায়ক উইকেটে বড় স্কোর হওয়ার সম্ভাবনা থাকবে। বোলারদের জন্য তাই চ্যালেঞ্জটা বেশি। যে চ্যালেঞ্জ জিততে প্রস্তুত হাসান-শরিফুল-রিশাদরা।

×