ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

৬ কোটি রুপিতে আইপিএলের মাঝপথে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে

প্রকাশিত: ১৮:০২, ১৪ মে ২০২৫

৬ কোটি রুপিতে আইপিএলের মাঝপথে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরেছেন। দিল্লি ক্যাপিটালস তাকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে।

অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আইপিএল ২০২৫-এর বাকি অংশ থেকে সরে দাঁড়ানোয় মুস্তাফিজকে তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ।

মুস্তাফিজুর এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এবং আইপিএলে তার মোট ৫৭ ম্যাচে ৬১ উইকেট রয়েছে। বাংলাদেশের হয়ে তিনি ১০৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৩২ উইকেট নিয়েছেন ।

দিল্লি ক্যাপিটালস সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, "দুই বছর পর মুস্তাফিজুর রহমান আবারও আমাদের সঙ্গে। তিনি জেক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন।"

মুস্তাফিজের আগমন দিল্লির বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে তার ডেথ ওভারে বল করার দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আলীম

×