ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ২০:৩৩, ১৪ মে ২০২৫

দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

ছ‌বি: জনকণ্ঠ

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম প্রমুখ।

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আরও মনোনিবেশ করার পরামর্শ দেন।

এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের তিনটি গ্রুপে মোট ৫৫টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে সিনিয়র গ্রুপে ২০টি, জুনিয়র গ্রুপে ৩১টি এবং বিশেষ গ্রুপে ৪টি স্টল।

এম.কে.

×