ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শ্যামনগরে ওজনে কারচুপির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর, সাতক্ষীরা

প্রকাশিত: ২০:২৬, ১৪ মে ২০২৫

শ্যামনগরে ওজনে কারচুপির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে ব্যবসা প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ মে) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযানকালে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮’ এর ২৭ ধারা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে সহায়তা করেন বিএসটিআই খুলনা অঞ্চলের পরিদর্শক আলি হোসেন এবং শ্যামনগর থানা পুলিশের একটি দল।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আল্লাহর দান চাউল ঘর, তারাপদ বানিজ্যালয়, বিসমিল্লাহ ট্রেডার্স, সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এবং অরিজিনাল সাতক্ষীরা ঘোষ ডেয়ারি। এসব প্রতিষ্ঠান ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিল বলে মোবাইল কোর্টে প্রমাণিত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভোক্তা অধিকার সুরক্ষা ও ন্যায্য বাজার ব্যবস্থা বজায় রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
 

নোভা

×