
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ মেহেদী হাসান (২২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত।
মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলার গৌরীপুর বাজারের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফেজ মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কাশিমপুর মাধাইয়া গ্রামের কাজী কামাল হোসেন ছেলে। তিনি গৌরীপুর বাজারে আল-কারিম ভিআইপি হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানায়, ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে হাফেজ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষার্থীর বাবা অভিযোগ করেছেন, গত ২৮ মার্চ রাতে মাদ্রাসার হেফজ বিভাগের পড়ুয়া এক ছাত্রকে পড়ার টেবিল থেকে তুলে নিয়ে মাদ্রাসার চাউল রাখার গোডাউন কক্ষে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। পরে সকাল বেলা মাদ্রাসার শিক্ষক কৌশলে পালিয়ে যান মাদ্রাসা থেকে। মঙ্গলবার (১৩ মে) মাদ্রাসার শিক্ষক হাফেজ মেহেদী হাসান পুনরায় মাদ্রাসায় আসলে বলাৎকারের বিষয়টি মাদ্রাসার সুপার হাফেজ কারী ফখরুল ইসলামকে ইসলাম জানতে পারেন৷এ ঘটনায় মঙ্গলবার রাতেই দাউদকান্দি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা ।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী বলেন, থানায় অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়।
আসিফ