ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

কক্সবাজারে নালা দখলমুক্ত করে ১৮ পরিবারকে জলাবদ্ধতামুক্ত করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২০:২৫, ১৪ মে ২০২৫

কক্সবাজারে নালা দখলমুক্ত করে ১৮ পরিবারকে জলাবদ্ধতামুক্ত করলেন ইউএনও

কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায় সরকারী উন্মুক্ত প্রবাহমান ড্রেনের ভিতরের মুখে কংক্রিট দিয়ে স্থায়ীভাবে নালাটি বন্ধ করায় ১৮ পরিবারের লোকজন সীমাহীন দুর্ভোগের শিকার হয়। অভিযোগ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার বিকেলে সরেজমিনে এসে ওই নালাটি খুলে দিয়েছেন। 

জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি দাপট দেখিয়ে পানি প্রবাহের নালাটির মখে কংক্রিট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেয়। ওই ১৮টি পরিবারের ড্রেনের পানি প্রবাহ দীর্ঘদিন ধরে বন্ধ করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছিন চৌধুরী।
পরিদর্শনকালে অভিযোগের সত্যতা পেয়ে উপস্থিত ব্যক্তিবর্গের সহায়তায় তাৎক্ষনিকভাবে ড্রেনের মুখের বাধ ভেংগে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন (২০০৯) অনুযায়ী ৩০০০টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বাংলাবাজার সংলগ্ন পিএমখালী পাতলী খালের উপর টয়লেটের স্লাব নির্মাণ করায় অভিযুক্ত ব্যক্তিকে  ৮০০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় উক্ত ড্রেনটি পরিষ্কার করার জন্য সংস্লিষ্ট ওয়ার্ডের মহিলা মেম্বারকে নির্দেশনা প্রদান করা হয় এবং উন্মুক্ত ড্রেনের ভিতর ময়লা আবর্জনা না ফেলার জন্য স্থানীয় জনগনকে উদ্ভুদ্ধ করা হয়। 

 

রাজু

×