ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের দৌড়ে এগিয়ে কে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ১৫ মে ২০২৫

সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের দৌড়ে এগিয়ে কে?

ছবি: সংগৃহীত

বিশ্বের সেরা ফুটবলার কেএই বিতর্ক চলতে পারে, কিন্তু অর্থ উপার্জনের দিক থেকে ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন এক উচ্চতায় পৌঁছেছেন। সৌদি আরবের আল-নাসর ক্লাবে খেলা ও অফ-ফিল্ড বিনিয়োগ মিলিয়ে গত ১২ মাসে তিনি আয় করেছেন ২৭৫ মিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত কোনও সক্রিয় ক্রীড়াবিদের তৃতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ইতিহাসে কেবল ফ্লয়েড মেওয়েদার রোনালদোর চেয়ে বেশি আয় করেছেন। তিনি ২০১৫ সালে ৩০০ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালে ২৮৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন।

২০২৫ সালের শীর্ষ ১০ ক্রীড়াবিদের আয়:

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল, পর্তুগাল) — ২৭৫ মিলিয়ন ডলার

রোনালদো আল-নাসরের স্ট্রাইকার হিসেবে মাঠে আয় করেছেন ২২৫ মিলিয়ন এবং অফ-ফিল্ড ৫০ মিলিয়ন ডলার। এই ফুটবলার ইউটিউব, ইনভেস্টমেন্ট ও ফ্যাশনবিষয়ক ক্ষেত্রে তিনি ব্যাপক সক্রিয়।

২. স্টিফেন কারি (বাস্কেটবল, যুক্তরাষ্ট্র) — ১৫৬ মিলিয়ন ডলার

আন্ডার আর্মারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি, নতুন বিনিয়োগ এবং প্রযোজনা কোম্পানি ইউনানিমাস মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন থেকে স্টিফেন কারি আয় করেছেন এই বিশাল পরিমাণ অর্থ।

৩. টাইসন ফিউরি (বক্সিং, যুক্তরাজ্য) — ১৪৬ মিলিয়ন ডলার

বক্সিংয়ে উসিকের কাছে দুবার হেরে গেলেও টাইসন আয় করেছেন ১৪০ মিলিয়ন ডলার। এছাড়া মাল্টার পর্যটন দূত ও নেটফ্লিক্স শো ‘At Home With the Furys’-এর মাধ্যমেও করেছেন বাড়তি আয়।

৪. ডাক প্রেসকট (ফুটবল, যুক্তরাষ্ট্র) — ১৩৭ মিলিয়ন ডলার

ডালাস কাউবয়েজের সঙ্গে চুক্তির সুবাদে ডাক প্রেসকট ১২৭ মিলিয়ন ডলার পেয়েছেন এবং বিজ্ঞাপন থেকে তার আয় ১০ মিলিয়ন ডলার।

৫. লিওনেল মেসি (ফুটবল, আর্জেন্টিনা) — ১৩৫ মিলিয়ন ডলার

লিওনেল মেসি ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে ৬০ মিলিয়ন এবং বিজ্ঞাপন ও মিডিয়া প্রকল্প থেকে ৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন। এছাড়া অ্যাডিডাস, মেসি-ক্যাম, ও নিজস্ব স্পোর্টস ড্রিংক ‘ম্যাস প্লাস’ তাঁকে এনে দিয়েছে বিশাল অর্থ।

৬. লেব্রন জেমস (বাস্কেটবল, যুক্তরাষ্ট্র) — ১৩৩.৮ মিলিয়ন ডলার

লেব্রন জেমসের মাঠে আয় ৪৮.৮ মিলিয়ন এবং অফ-ফিল্ডে ৮৫ মিলিয়ন ডলার। নিজস্ব প্রোডাকশন হাউজ ‘স্প্রিংহিল’, ম্যাটেল কেন ডল, ও বিভিন্ন বিনিয়োগ থেকে এই আয়।

৭. হুয়ান সটো (বেসবল, ডমিনিকান রিপাবলিক) — ১১৪ মিলিয়ন ডলার

মেটসের সঙ্গে ১৫ বছরের ৭৬৫ মিলিয়ন ডলারের চুক্তি এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন হুয়ানকে এই বিপুল পরিমাণ অর্থ এনে দিয়েছে।

৮. করিম বেনজেমা (ফুটবল, ফ্রান্স) — ১০৪ মিলিয়ন ডলার

সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদ ক্লাবে খেলার জন্য ১০০ মিলিয়ন ডলার এবং অল্প কিছু বিজ্ঞাপন থেকে করিম বেনজেমা বাকি অর্থ আয় করেছেন।

৯. সোহেই ওহটানি (বেসবল, জাপান) — ১০২.৫ মিলিয়ন ডলার

এই ক্রীড়াবিদের মাঠের আয় মাত্র ২.৫ মিলিয়ন ডলার, তবে অফ-ফিল্ড বিজ্ঞাপন ও ট্রেডিং কার্ড থেকে  তিনি আয় করেছেন ১০০ মিলিয়ন ডলার

১০. কেভিন ডুরান্ট (বাস্কেটবল, যুক্তরাষ্ট্র) — ১০১.৪ মিলিয়ন ডলার

কেভিন বাস্কেটবলের মাধ্যমে আয় করেছেন ৫১.৪ মিলিয়ন ডলার এবং বিজ্ঞাপন, বিনিয়োগ ও মিডিয়া প্রকল্প থেকে তার আয় হয়েছে আরও ৫০ মিলিয়ন ডলার।

এই তালিকা থেকে স্পষ্ট, আধুনিক ক্রীড়াজগতে মাঠের পারফরম্যান্সের বাইরেও বিজ্ঞাপন, ব্যবসা ও মিডিয়া অংশীদারিত্ব এখন আয়ের বিশাল উৎস হয়ে উঠেছে। 

সূত্রফোর্বস

মুমু

×