ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আমি ওনার আগামীর একুশে পদকের জন্য জনমত গঠন শুরু করবো: আসিফ সৈকত

প্রকাশিত: ০১:২৩, ১৬ মে ২০২৫

আমি ওনার আগামীর একুশে পদকের জন্য জনমত গঠন শুরু করবো: আসিফ সৈকত

ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সাংবাদিক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করায় আবু তৈয়ব নামক এক সাংবাদিককে উদ্দেশ্য করে ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত বলেন, আমি ওনার আগামীর একুশে পদকের জন্য জনমত গঠন শুরু করবো।

শুক্রবার (১৬ মে) তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে যাতে হেডিং ছিল যে, "This is Called Journalism, আবু তৈয়ব ভাই।" 
  
ভিডিওতে শুনতে পাওয়া যায় যে, সাংবাদিক আবু তৈয়ব বলছেন, আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং আমাদের ছাত্র-ছাত্রী ভাইবোনদের রক্ষা করার জন্য আমাদের যা করণীয় যার যা আছে তাই নিয়ে শত্রুদের মোকাবিলা করতে হবে।

সূত্রঃ https://www.facebook.com/share/16mkatokqZ/

ইমরান

×