ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

১৪ মে-কে জবির ‘কালো দিবস’ ঘোষণা, নতুন কর্মসূচি গণ-অনশন

জবি সংবাদদাতা

প্রকাশিত: ০০:৩৯, ১৬ মে ২০২৫

১৪ মে-কে জবির ‘কালো দিবস’ ঘোষণা, নতুন কর্মসূচি গণ-অনশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় ১৪ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এছাড়া নতুন দুটি কর্মসূচি গণ-জমায়েত ও গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে জবি ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেন শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন। 

আন্দোলনকারীদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার ঐক্যমতে পৌঁছেছি দাবি আদায় হবে নতুবা আমরা স্থান ত্যাগ করব না। 

তিনি আরো বলেন, দাবির ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আজ রাতে অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল সকাল দশটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক জবিয়ানদের সমাবেশ হবে। আমাদের সামনে আর কোন পথ খোলা নেই। জুমার নামাজের পর শুরু হবে আমাদের গন-অনশন ও অবস্থান কর্মসূচি। 

তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের বিষয়ে তিনি বলেন, যে শিক্ষার্থী এ ঘটিনায় সংশ্লিষ্ট তাকে আমরা বিচারের আওতায় আনব। কিন্তু যারা আমাদের শিক্ষক শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে তাদের বিচারের আগে যেন ঐ শিক্ষার্থীকে কিছু করা না হয়।

রিফাত

×