
জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক সুধারাম মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীর নামঃ- মোঃ বেলায়েত হোসেন প্রঃ বেলাল প্রঃ গাঁজা বেলাল(৫৩), পিতা-মৃত ফজলুল করিম, মাতা-সামছুন্নাহার বেগম, সাং-জাহানাবাদ (ইউনুছ পন্ডিত বাড়ী), ০৩নং ওয়ার্ড, ১১নং নেয়াজপুর ইউপি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।
জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর সদস্যগন অদ্য ৩০/০৬/২০২৫ইং তারিখ ২১.২০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারেন যে, নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ১১নং নেয়াজপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ জাহানাবাদ সাকিনের ধৃত আসামী মোঃ বেলায়েত হোসেন প্রঃ বেলাল প্রঃ গাঁজা বেলাল(৫৩) এর রিক্সা চার্জ দেওয়া গ্যারেজের সামনে মাটির রাস্তার উপর একজন মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ডিবি টিম উপস্থিত হইয়া এসআই(নি.) মোহাম্মদ আক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হইয়া ধৃত আসামীর হেফাজত হইতে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আঁখি