ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার: ফারুকী

প্রকাশিত: ০৮:০৬, ১ জুলাই ২০২৫

নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার: ফারুকী

ছ‌বি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার।”

সোমবার (৩০ জুন) দিবাগত রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি জানান, নিউজফিডে ভেসে আসা ছবি ও লেখা দেখে বারবার আবেগাপ্লুত হচ্ছেন।

ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, “নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার। জুলাই এসেছে! জুলাই এসেছে খেয়াল করিয়ে দিতে যে বাইরে বাইরে আমাদের হাজার পার্থক্য থাকলেও আত্মাটা এক।”

এম.কে.

×