
ছবি: দৈনিক জনকণ্ঠ
রাজশাহীর চারঘাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে শাহাদাৎ হোসেন বুলবুল (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রাজশাহী নগরীর আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বুলবুল জেলার চারঘাট উপজেলার কাকরামারি এলাকার নাজমুল হোসেনের ছেলে। গ্রেফতারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সপ্তম শ্রেনীতে পড়ুয়া ওই কিশোরীকে নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বুলবুল। সর্বশেষ ২৫ জুন স্কুলে যাওয়ার পথে উপজেলার মেরামতপুর থেকে তাকে অপহরণের পর একটি সিএনজিতে তুলে রাজশাহী নগরীর টিকাপাড়ায় ভাড়া বাড়িতে নিয়ে আসে। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনার পরের দিন কিশোরীর পরিবার চারঘাট থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব রাজশাহীর অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নগরীর আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়।
নোভা