
সাম্প্রতিক সময়ে এক টকশোতে প্রশ্নের উত্তরে বিশ্লেষক ববি হাজ্জাজ মুরাদনগর ঘটনাকে রাজনীতিকরণের চেষ্টা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির তীব্র সমালোচনা করেছেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারি উপদেষ্টা মহলের ব্যর্থতা ও দায়িত্বহীনতার কথা উল্লেখ করে বলেন, "আইনশৃঙ্খলার অবনতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি।"
হাজ্জাজের মতে, স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তা ও অদক্ষতা জনগণের আস্থা হারানোর মূল কারণ। তিনি সম্প্রতি এক তরুণ উপদেষ্টার সাথে বন্দুক পাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নীরবতাকে উদাহরণ হিসেবে টেনে বলেন, "একজন তরুণ উপদেষ্টার ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু এর দায় পুরো উপদেষ্টা মহলকে নিতে হবে।"
তিনি আরও কঠোর ভাষায় মন্তব্য করেন, "যখন কোনো উপদেষ্টা বলে, 'বাংলাদেশে কেউ মিসাইল নিয়েও নিরাপদে থাকতে পারে না,' তখন বুঝতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ও উপদেষ্টারা কতটা ব্যর্থ। গত দশ মাসে তাদের কার্যক্রমে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।"
হাজ্জাজ সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয়, দেশ ভবিষ্যতে আরও বড় ঝুঁকির মুখোমুখি হতে যাচ্ছে। তার মতে, জনগণ ইতোমধ্যেই সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।
একটি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ভূমিকা নিয়ে এই সমালোচনা সাম্প্রতিক বিতর্ককে আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Mily