
ছবি: সংগৃহীত
শ্রমিক সংকট মোকাবিলা ও বৈধ অভিবাসন বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ কর্মভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে সোমবার (৩০ জুন) এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মীকে কর্মভিসা দেওয়া হবে। এর মধ্যে শুধুমাত্র ২০২৫ সালেই ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা ইস্যু করা হবে।
এই সিদ্ধান্ত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের বৈধ অভিবাসন ব্যবস্থার অংশ। তিন বছর আগে দায়িত্ব নেওয়ার পর এটিই তার সরকারের দ্বিতীয় বৃহৎ কর্মভিসা কর্মসূচি। এর আগে ২০২৩ থেকে ২০২৫ মেয়াদে ৪ লাখ ৫২ হাজার কর্মীদের জন্য পারমিট দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
নতুন শ্রমিক নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মেলোনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করতে উদ্যোগ নিয়েছেন।
শিহাব