ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার

প্রকাশিত: ১৬:৪১, ১ জুলাই ২০২৫

সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার

ছবি: সংগৃহীত

জাতীয় সঞ্চয়পত্রের চারটি প্রধান স্কিমের মুনাফার হার কমিয়েছে সরকার, যা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয় গতকাল এক পরিপত্র জারি করে এ সিদ্ধান্ত জানায়। নতুন হার অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদহার হবে ১১ দশমিক ৮৩ শতাংশ, যা আগে ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। একইভাবে, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার ১২ দশমিক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৮২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

 

 

পারিবারিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে আগে যেখানে মুনাফার হার ছিল ১২ দশমিক ৫০ শতাংশ, তা কমিয়ে ১১ দশমিক ৯৩ শতাংশ করা হয়েছে। পেনশনার সঞ্চয়পত্রেও মুনাফার হার ১২ দশমিক ৫৫ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৯৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই নতুন হারে মুনাফা প্রদান কেবল সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রযোজ্য হবে। তবে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সুদহার অপরিবর্তিত থাকবে।

পরিপত্রে আরও জানানো হয়, ১ জুলাইয়ের আগে যেসব সঞ্চয়পত্র ইস্যু করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আগের মুনাফার হারই বহাল থাকবে। তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে যেদিন বিনিয়োগ করা হবে, সেদিনের হার প্রযোজ্য হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সঞ্চয়পত্রের সুদহার প্রতি ছয় মাস অন্তর পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে। তবে বিনিয়োগকারী যার মেয়াদপূর্তিতে বিনিয়োগ করেছেন, তিনি সেই সময়ের হার অনুযায়ী মুনাফা পাবেন।

 

 

এই পরিবর্তনের ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের লাভ কিছুটা কমবে, যদিও এটি এখনো অনেকের কাছে নিরাপদ ও তুলনামূলক উচ্চ মুনাফার মাধ্যম হিসেবে রয়ে গেছে। নিয়মিত পর্যালোচনার মাধ্যমে সুদের হার সমন্বয় সরকারের আর্থিক নীতিরই অংশ, যা দেশের সামষ্টিক অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে নেওয়া হয়েছে।

ছামিয়া

×