
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি লিখেছেন বিশিষ্ট লেখক ও গবেষক সেলিম রেজা নিউটন।
কবিতায় উঠে এসেছে চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি। সেখানে লেখা—
"জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি— গণবিদ্রোহ, প্রত্যেক দিন লাশ। 'মুক্তি-অথবা-মৃত্যু'র প্রস্তুতি— জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস।"
এম.কে.