ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রামে চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম  

প্রকাশিত: ১০:১৭, ১ জুলাই ২০২৫; আপডেট: ১০:১৮, ১ জুলাই ২০২৫

কুড়িগ্রামে চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

কুড়িগ্রামে চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
 

সোমবার সন্ধ্যার দিকে উলিপুর থানা-পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি গুনাইগাছ ইউনিয়নের  নন্দুনেফরা গ্রামের হোসেন আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। 

‎উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, আটক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তাসমিম

×