
নারী ও মাদক কাণ্ডে ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় দেশের পরিচিতমুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লায়লা।
বেসরকারি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে লায়লা বলেছেন, মামুনকে পড়ালেখা করাতে চেয়েছিলাম, কে পড়ালেখা করাতে চাইবে। সবাইতো নিজের হাজবেন্ড যেরকম সেরকমই গ্রহণ করে নেয়। আমি সেই অবস্থাতেই এক্সেপ্ট করে নিয়ে ওর অবস্থানটা পরিবর্তন করেছি। সে কড়াইলের বস্তিতে ছিল, সেখান থেকে এখন সে বসুন্ধরাতে থাকে। আমার কাছে ভালবাসা মানে হলো, আমার সঙ্গীকে প্রতিষ্ঠিত করা, তাকে ভালো রাখা, তাকে সমাজের কাছে উঁচু রাখা।
রিফাত