ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিগ্রি ছাড়াই বছরে এক লাখ ডলারের চাকরি, AI-ও নিতে পারবে না আপনার জায়গা !

প্রকাশিত: ০০:৫৬, ১৬ মে ২০২৫; আপডেট: ০১:০০, ১৬ মে ২০২৫

ডিগ্রি ছাড়াই বছরে এক লাখ ডলারের চাকরি, AI-ও নিতে পারবে না আপনার জায়গা !

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) টেকনিশিয়ানদের চাহিদা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে এ পেশাটি এখন অন্যতম লাভজনক ও চাহিদাসম্পন্ন পেশা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। ক্রমবর্ধমান তাপমাত্রা ও ঘন ঘন দেখা দেওয়া গরমের ঢেউয়ের কারণে এসি সিস্টেমের প্রয়োজনীয়তা বেড়েছে বহুগুণ, যার ফলে এই খাতে দক্ষ কর্মীর চাহিদাও দ্রুত বাড়ছে।

যুক্তরাষ্ট্রে এইচভিএসি: আয়ের নতুন দিগন্ত

যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে এইচভিএসি টেকনিশিয়ানদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং আলাস্কার মতো রাজ্যগুলোতে দক্ষ টেকনিশিয়ানদের জন্য বেতন রীতিমতো প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। একজন নতুন এইচভিএসি কর্মী বছরে গড়ে ৫২ হাজার ডলার আয় করতে পারেন। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে এই আয় বেড়ে ৭৪ হাজার ডলার পর্যন্ত পৌঁছায়। আর যারা অনেক অভিজ্ঞ, তাদের বার্ষিক আয় ৮৭ হাজার ডলারেরও বেশি হতে পারে। কিছু রাজ্যে অতিরিক্ত সময় ও বোনাসসহ এটি এক লাখ ডলার ছাড়িয়ে যায়।

অনেকেই নিজস্ব HVAC ব্যবসা শুরু করে আর্থিকভাবে সফল হচ্ছেন। কেউ কেউ আবার তাদের কোম্পানি উচ্চ মূল্যে বিক্রি করছেন বিনিয়োগকারীদের কাছে।

বিশেষ ডিগ্রির দরকার নেই

এইচভিএসি পেশার একটি বড় সুবিধা হলো—এটি কোনো চার বছরের বিশ্ববিদ্যালয় ডিগ্রি ছাড়াই শুরু করা যায়। মাত্র ছয় মাস বা তার কম সময়ের একটি প্রশিক্ষণ কোর্স শেষ করেই এই পেশায় প্রবেশ করা সম্ভব। এজন্যই যারা দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে চান বা ক্যারিয়ার পরিবর্তন করতে চান, তাদের কাছে এইচভিএসি একটি আকর্ষণীয় পেশা।

এই পেশায় গুরুত্ব দেওয়া হয় ব্যবহারিক দক্ষতা ও হাতে-কলমে কাজের অভিজ্ঞতার ওপর, একাডেমিক ডিগ্রির ওপর নয়। ফলে যারা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যেতে পারেননি, তারাও এই পেশায় এসে সফলতার মুখ দেখতে পারছেন।

ফ্রান্সেও বাড়ছে চাহিদা

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্সেও HVAC পেশাজীবীদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশটিতেও জলবায়ু পরিবর্তনের প্রভাব—বিশেষ করে গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাওয়ায়—এসি ও এনার্জি-এফিশিয়েন্ট সিস্টেমের চাহিদা বেড়েছে। ফলে HVAC এখন ফ্রান্সের নবায়নযোগ্য জ্বালানি খাতে পরিবর্তনের অংশ হয়ে উঠেছে।

যদিও ফ্রান্সে বেতন যুক্তরাষ্ট্রের তুলনায় কম, তবে এই পেশায় কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তা উজ্জ্বল। অনেকেই ফ্রিল্যান্সার হিসেবে বা নিজের ব্যবসা শুরু করে স্বাধীনভাবে কাজ করছেন, যা দিচ্ছে পেশাগত স্বাধীনতা ও আর্থিক স্থিতিশীলতা।

সুরক্ষিত ও ভবিষ্যৎমুখী পেশা

যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স—উভয় দেশেই HVAC পেশাটি একটি সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী ক্যারিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এই পেশা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতেও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে, আর সেই সঙ্গে বাড়বে HVAC টেকনিশিয়ানদের চাহিদা। 

আসিফ

×