ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কোল্ড ড্রিঙ্কের বোতলে পানি খেয়ে সর্বনাশ ডেকে আনছেন নাতো?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২ জুলাই ২০২৫

কোল্ড ড্রিঙ্কের বোতলে পানি খেয়ে সর্বনাশ ডেকে আনছেন নাতো?

ছবি: সংগৃহীত

পানির বোতল হিসেবে বিভিন্ন ধরনের বোতল ব্যবহার করার চল আদিকাল থেকেই রয়েছে। কোল্ড ড্রিঙ্কসের বোতলও সেই কাজে লাগে। কোল্ড ড্রিঙ্কসের বোতল বেশিরভাগ সময়েই প্লাস্টিক দিয়ে তৈরি হয়।
 
বাড়িতে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, জুসের বোতল খালি হয়ে গেলেই তাতে পানি ভরে ফেলেন? আর দিনের পর দিন সেই বোতল থেকেই পানি ভরে ভরে পান করেন? নিজের অজান্তে কী বিপদ ডেকে আনছেন নাতো? বোতলগুলির মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক জমে থাকে। এগুলি মূল বোতল থেকে আলাদা হয়ে তরলের মধ্য়ে ভাসমান হয়ে থাকে। সেগুলি আপনার শরীরে প্রবেশ করতে পারে।

নিম্নমানের প্লাস্টিকে থাকে বিফিনাইল এ বা বিপিএ নামক এক রাসায়নিক। এই রাসায়নিককে শরীর ইস্ট্রোজেনের মতো ব্যবহার করে। এই রাসায়নিক ডায়াবিটিস, ওবেসিটি, বন্ধ্যাত্ব, বিহেভিয়ারাল প্রবলেম-এর কারণ হতে পারে। বয়ঃসন্ধিকালের মেয়েদের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি করে এটি। আর মাইক্রোপ্লাস্টিক মোটেই হজম হওয়ার জিনিস নয়। ফলে পেটে সমস্যা দেখা দেবেই।

অনেকেই জানেন না, সূর্যরষ্মির সঙ্গে প্লাস্টিকের বিক্রিয়া হয়। ফলে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়। সেই তালিকায় থাকে ডায়াক্সিন। এই রাসায়নিক কিন্তু ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপের সমস্যা, অম্বল, গ্যাস, খাবার ঠিকমতো হজম না হওয়ার সমস্যা দেখা দিতে পারে।

ওজন বেড়ে যাওয়ার পিছনেও খানিকটা দায়ী থাকে মাইক্রোপ্লাস্টিক। অন্যদিকে ইনসুলিনের ক্ষমতা কমিয়ে দেয় এটি। যা সুগারের রোগ ডেকে আনে অকালে। প্লাস্টিকের মধ্যে প্যাথেলেটস নামক একটি উপাদান থাকে। এটি লিভার ক্যানসারের কারণ হতে পারে। এটি পুরুষদের শরীরে স্পার্ম কাউন্টও কমিয়ে দিতে পারে।  

শহীদ

×