ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাস্তায় বের হলেই সুগার ড্যাডিরা বিয়ের অফার দেয়: সুমাইয়া রিমু

প্রকাশিত: ২১:৪৭, ১৫ মে ২০২৫

রাস্তায় বের হলেই সুগার ড্যাডিরা বিয়ের অফার দেয়: সুমাইয়া রিমু

বর্তমান সময়ের আলোচিত সোশ্যাল মিডিয়ার ভাইরাল অভিনেত্রী সুমাইয়া রিমু। সম্প্রতি এক  বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, যখন টুকটাক শপিং করতে বের হই বসুন্ধরা বা পুলিশ প্লাজা যেখানেই যাই, তখন বেশিরভাগ সুগার ড্যাডিরা অফার দেয়।

ফোনেও অনেক অফার আসে, বেশিরভাগ অফারে বলে বিয়ে করতে চাই। তবে আমাকে কেউ বাজে অফার দেয়নি কখনো, সবাই বিয়ের অফারই দেয়।

রিফাত

×