ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আজীবন সম্মাননা পাচ্ছেন শিবলী-নিপা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ১৫ মে ২০২৫

আজীবন সম্মাননা পাচ্ছেন শিবলী-নিপা

শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ

দেশের নৃত্য জগতের প্রথম সারির দুই তারকা শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ। শামীম আরা নিপা বাংলাদেশের নৃত্য জগতের অন্যতম নাম। ধ্রুপদি, লোক ও সৃজনশীল নৃত্যের প্রতিটি ধারায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষ শিল্পী হিসেবে। অন্যদিকে শিবলী মোহাম্মদ বাংলাদেশের আরেক খ্যাতিমান নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক।

তিনি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে দক্ষতার সঙ্গে কত্থক নৃত্যের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তার হাত ধরেই দেশে কত্থক নৃত্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 
দেশের অন্যতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)-এর চতুর্থ আসর অনুষ্ঠিত হতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আজ শুক্রবার সন্ধ্যায়। এবার বাইফা আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিপা বলেন, আজীবন সম্মাননা তারাই পান, যারা পুরোটা জীবন তার কর্মে একনিষ্ঠ থাকেন ও দেশের জন্য কিছু করেছেন।

আমাকে সেই সম্মাননা প্রদান করায় নিজের কর্মজীবনের সার্থকতা অনুভব করছি। আমি গভীরভাবে সম্মান বোধ করছি। শিবলী মোহাম্মদ দেশের বাইরে থাকলেও তিনি এই পুরস্কারপ্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ভিডিও বার্তা দিয়েছেন, যা অনুষ্ঠানে দেখানো হবে।

×