
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দিন দিন বাড়ছে। করপোরেট দুনিয়ায় এখন শুধু প্রযুক্তি বিশেষজ্ঞরাই নয়, বরং সাধারণ ব্যবস্থাপক ও ব্যবসায়ী নেতারাও এআই সম্পর্কে জানার জন্য আগ্রহী। এই চাহিদার প্রেক্ষিতে গুগল ক্লাউড চালু করেছে এক নতুন প্রশিক্ষণ ও সনদপত্র কর্মসূচি—Generative AI Leader Certification।
এই প্রোগ্রামটির বিশেষত্ব হলো, এটি বিশেষভাবে অ-প্রযুক্তিগত পেশাজীবীদের জন্য তৈরি। অর্থাৎ যাঁরা সরাসরি কোডিং বা প্রোগ্রামিং করেন না, কিন্তু ব্যবসার কৌশলগত সিদ্ধান্তে এআইকে অন্তর্ভুক্ত করতে চান, তাঁদের জন্য এই কোর্স।
প্রশিক্ষণ বিনামূল্যে, সনদপত্রের জন্য ন্যূনতম খরচ
গুগল জানিয়েছে, ‘Generative AI Leader’ শিরোনামের এই কোর্সটি গুগল ক্লাউড স্কিলস বুস্ট প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে নেওয়া যাবে। যদিও সনদপত্র পেতে হলে ৯৯ ডলার খরচ করে একটি ৯০ মিনিটের পরীক্ষায় অংশ নিতে হবে, তবু গুগল বলছে—এটি পেশাগত অগ্রগতির জন্য একটি ‘মূল্যবান বিনিয়োগ’। সনদটি তিন বছরের জন্য বৈধ থাকবে।
কোর্সে কী থাকছে?
এই কোর্সটি মোট পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে এবং সম্পূর্ণ করতে সময় লাগবে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা। প্রতিটি ধাপেই বাস্তব অভিজ্ঞতা, ভিডিও লেকচার, ও ইনফরমেটিভ টুলস দেওয়া হবে। পাঁচটি মূল কোর্স হলো:
Gen AI: Beyond the Chatbot – চ্যাটবট ছাড়িয়ে এআইয়ের ব্যাপক ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে।
Gen AI: Unlock Foundational Concepts – লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডেটার ধরণ সম্পর্কে আলোচনা।
Gen AI: Navigate the Landscape – এআইয়ের সামগ্রিক ইকোসিস্টেম ও বিভিন্ন প্ল্যাটফর্ম পরিচিতি।
Gen AI Apps: Transform Your Work – এআই ব্যবহারে কর্মপরিবেশে কীভাবে রূপান্তর আনা যায় তা বিশ্লেষণ।
Gen AI Agents: Transform Your Organization – কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট কিভাবে পুরো প্রতিষ্ঠান বদলে দিতে পারে সে বিষয়ে আলোচনা।
কোর্সে কীভাবে যোগ দেবেন?
এই কোর্স করতে হলে গুগল ক্লাউড স্কিলস বুস্ট ওয়েবসাইটে গিয়ে Generative AI Leader কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে। যারা সনদ নিতে চান, তারা গুগল ক্লাউড সার্টিফিকেশন পোর্টালে গিয়ে পরীক্ষার জন্য নাম লেখাতে পারবেন। পরীক্ষা অনলাইন বা নির্ধারিত কেন্দ্রে সম্পন্ন করা যাবে।
অতিরিক্ত সুবিধা
যারা এখনই খরচ করতে অনিচ্ছুক, তাদের জন্য গুগল ছাড়াও আরও অনেক অনলাইন প্ল্যাটফর্মে ফ্রি এআই কোর্স রয়েছে। LinkedIn-এর সেরা ১০টি AI কোর্সও মে মাসের শেষ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এসএফ