
ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ায় হওয়া এই বৈঠকের পর দেশটিতে শ্রমবাজার নিয়ে সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, গত বছর শেষ মুহূর্তে যেসব বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়া আটকে গেছিল তারা খুব শিগগিরই মালয়েশিয়া যেতে পারবেন। সেই সংখ্যা ছিল প্রায় ১৭ হাজারের মতো। মালয়েশিয়া তাদের ব্যাচ ভিত্তিতে নিতে রাজি হয়েছে। প্রথম ব্যাচের জন্য তারা ৭ হাজার ৯২৬ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই তারা মালয়েশিয়াতে কাজ করার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আমাদের আশস্ত করেছেন যে লোক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।
এর আগে বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের বিশেষ করে বাংলাদেশিদের নিরাপত্তা ও অবৈধ কর্মীদের বৈধ করণ, এবং নতুন করে শ্রমিক পাঠানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়টিকে মালয়েশিয়ান সরকার গুরুত্ব দিয়ে দেখছে এবং শিগগিরই বাংলাদেশের শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এসময় বাংলাদেশ থেকে কম খররে কর্মী পাঠানোর বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের, বিশেষ করে বাংলাদেশ থেকে আসা কর্মীদের কল্যাণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমিকদের জন্য একটি নিরাপদ, ন্যায্য এবং সম্মানজনক কর্মসংস্থান বাস্তুতন্ত্র নিশ্চিত করার জন্য কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
নুসরাত