ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার চীনের মুখোমুখি ভারত, সীমান্তে নতুন করে উত্তেজনা

প্রকাশিত: ২২:৪৬, ১৫ মে ২০২৫

এবার চীনের মুখোমুখি ভারত, সীমান্তে নতুন করে উত্তেজনা

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার অরুণাচল প্রদেশ ইস্যুতে চীনের মুখোমুখি হয়েছে ভারত। সীমান্ত নিয়ে ফের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। চীন আবারও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে সম্প্রতি নতুন করে ওই অঞ্চলের বেশ কয়েকটি এলাকার নাম পরিবর্তন করে মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে।

বেইজিংয়ের এমন পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট ভাষায় বলেন, “নাম বদলালেই অরুণাচল প্রদেশ চীনের হয়ে যাবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এটি ছিল, আছে, থাকবে।”

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, গেল বছর চীন অরুণাচলের অন্তত ৩০টি স্থানের নতুন নাম প্রকাশ করে। সম্প্রতি তারা আবারও একই ধরণের তালিকা প্রকাশ করেছে, যাতে ভারতের অন্তর্ভুক্ত বেশ কিছু এলাকাকে নিজেদের দাবি করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের চীন সরকার অনুমোদন দেওয়ার পর থেকে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। কারণ, অরুণাচলের ভৌগোলিক অবস্থান তিব্বতের সন্নিকটে হওয়ায় এ অঞ্চলে চীনের প্রভাব বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

চীনের এই আগ্রাসী কৌশল নতুন নয়। ২০১৯ সালে অস্থায়ী ব্রিজ নির্মাণের পর ২০২০ সালে দিবাং উপত্যকায় চীনা সেনাদের ঢুকে পড়ার অভিযোগ করে ভারত। এমনকি পূর্ব লাদাখ অঞ্চলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে অনুপ্রবেশ ঘটায় চীন, যার ফলে গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে বেশ কয়েকজন ভারতীয় সেনা প্রাণ হারান।

এমন ঘটনার পর ভারত সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সাময়িকভাবে উত্তেজনা প্রশমিত হলেও চীন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি রেখেছে কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ ভারতীয় গণমাধ্যম জানায়, চীন উল্টো সীমান্তে সেনাঘাঁটি নির্মাণ করছে এবং যুদ্ধ প্রস্তুতি জোরদার করছে।

বিশ্লেষকদের আশঙ্কা, পাকিস্তানের সঙ্গে চলমান দ্বন্দ্বের সুযোগ নিয়ে চীন এখন অরুণাচলে প্রভাব বিস্তার করতে চায়। একদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে চীনের আক্রমণাত্মক তৎপরতায় ভারত নতুন এক কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি।

সূত্রঃ https://youtu.be/3xspDgvU6OM?si=0UOc1IfT7PqXRLcO

ইমরান

×