
পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেয়ার দাবি জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (১৫ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি জানান।
তিনি বলেন, পাকিস্তানের মতো দেশের কাছে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়।
রাজনাথ সিং বলেন, ইসলামাবাদ দায়িত্বজ্ঞানহীনভাবে বারবার নয়াদিল্লিকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। এসব হুমকি পরোয়া না করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে ভারত দাবি করেন তিনি।
রিফাত