ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাইবেরিয়ায় ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১৫ মে ২০২৫

সাইবেরিয়ায় ভয়াবহ দাবানল

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ দাবানল

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে ৬ লাখের বেশি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ তাস। গত এপ্রিলের শেষ দিকে পূর্ব সাইবেরিয়া অঞ্চলের বুরইয়াশিয়া প্রদেশের জাবায়কালস্কি ক্রাইতে দাবানলের সূত্রপাত ঘটে। শুরু থেকেই ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। খবর আরটির।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গোলিয়ার সীমান্তবর্তী ওই অঞ্চলে দিন-রাত অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা। এখনো জাবায়াকালস্কি ক্রাই বনভূমির ৪৯টি জায়গায় আগুন সক্রিয় আছে। এরই মধ্যে ৬ লাখ ২৯ হাজারের বেশি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত রাশিয়ার বিভিন্ন এলাকায় চলতি বছরে শুরু থেকেই দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিলক্ষিত হচ্ছে।

×