
ছবিঃ সংগৃহীত
প্রযুক্তি জগতে বড় ধরণের চমক সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন একটি চুক্তি। আমিরাতের সঙ্গে প্রাথমিক একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র, যার আওতায় প্রতিবছর ৫ লাখ এনভিডিয়ার উন্নতমানের এআই চিপ আমদানি করা হবে সংযুক্ত আরব আমিরাতে। এই রপ্তানি চুক্তি অন্তত ২০২৭ সাল পর্যন্ত চলবে, তবে ২০৩০ সাল পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে রয়টার্স, যারা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়েছে।
চুক্তি অনুযায়ী, এই ৫ লাখ চিপের মধ্যে ২০ শতাংশ, অর্থাৎ প্রতি বছর ১ লাখ চিপ পাবে আমিরাতের প্রযুক্তি প্রতিষ্ঠান G42। বাকি ৪ লাখ চিপ যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট, ওরাকলসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানির মধ্যে ভাগ হবে, যারা আমিরাতে ডেটা সেন্টার তৈরিরও পরিকল্পনা করছে।
ডোনাল্ড ট্রাম্প বর্তমানে গালফ অঞ্চলের সফরে রয়েছেন। মঙ্গলবার তিনি সৌদি আরব থেকে ৬০০ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ প্যাকেজের ঘোষণা দেন, যার মধ্যে বিশাল এআই অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই বিনিয়োগে যুক্ত হয়েছে এনভিডিয়া, এএমডি (AMD), এবং কোয়ালকমের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টরা।
চুক্তির আওতায় সৌদি আরবের Public Investment Fund-এর সহ-প্রতিষ্ঠান HUMAIN আগামী পাঁচ বছরে দেশজুড়ে উন্নতমানের এআই ফ্যাক্টরি নির্মাণ করবে, যা চালিত হবে এনভিডিয়ার সর্বাধুনিক জিপিইউ (GPU)-এর মাধ্যমে।
প্রতিটি ফ্যাক্টরির অনুমানিক বিদ্যুৎ চাহিদা হবে ৫০০ মেগাওয়াট পর্যন্ত। HUMAIN সৌদি আরবে প্রথমবারের মতো Nvidia Omniverse Cloud প্ল্যাটফর্মও চালু করবে।
Bank of America Securities-এর বিশ্লেষক বিবেক আর্য জানিয়েছেন, HUMAIN-এর সঙ্গে এনভিডিয়া, কোয়ালকম ও এএমডি-র এই চুক্তির মাধ্যমে প্রতি বছর ২ থেকে ৩ বিলিয়ন ডলারের লেনদেন হতে পারে, যা শুরু হতে পারে ২০২৫ সাল থেকেই। দীর্ঘমেয়াদে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত।
ইমরান